জেজমিন
অবয়ব
|
জেজমিন(জন্মঃ ১৫ই মে, ১৯৮৫; ইংরেজিঃ Jazmin) বাংলাদেশী পর্নোগ্রাফিক অভিনেত্রী। প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পে তার প্রথম পদার্পণ হয় ২০০৪ সালে। সে মাত্র উনিশ বছর বয়সে এই পেশায় জড়িয়ে যায়। ২০০৩ থেকে ২০০৮ এই সময়ের মাঝে মোটমাট প্রায় ৬৬টির মতো প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে জেজমিন অভিনয় করেছেন। এর মধ্যে প্রায় পঞ্চাশটার মতো আন্তর্জালেট বিভিন্ন তথ্যক্ষেত্র উপলব্ধ, বলে জানা যায়।